সারাদেশ

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নওগাঁ মেডিকেল কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধিঃ
‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’স্লোগানে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নওগাঁ সরকারি মেডিকেল কলেজের (এনএমসি) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘এনএমসি ডে-২০২৫”  শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনের পর কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, র‍্যাফেল-ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।  নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা খন্দকার মো ফয়সাল আলম, নওগাঁ জেনারেল  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা জাহিদ নজরুল চৌধুরী,  নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহা. জাওয়াদুল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নওগাঁ মেডিকেল কলেজের একাডেমিক কলেজের একাডেমিক কার্যক্রম খুবই ভালোভাবে চলছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে পরীক্ষার ফলাফলে নওগাঁ মেডিকেল কলেজের প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যে থাকছে। আগামীতেও নওগাঁ মেডিকেল কলেজ তার এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
২০১৮ সালের ২৭ আগস্ট বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সারা দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজের মতো এখানে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। শুরুতে প্রতি সেশনে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। বর্তমানে এই কলেজে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। প্রতিষ্ঠার সাত বছরেও নওগাঁ মেডিকেল কলেজ নিজস্ব ক্যাম্পাস হয়নি। বর্তমানে নওগাঁ জেবারেল হাসপাতালের পুরাতন ভবনে এই কলেজের একাডেমিক পরিচালিত হচ্ছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরীক্ষার নিয়ম অনুযায়ী এখানে পড়াশোনা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,