কক্সবাজার হত্যা মামলার পলাতক আসামি মহিপুরে র্যাবের অভিযানে গ্রেফতার
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- কক্সবাজার জেলার রামু থানার হত্যা মামলার এক পলাতক আসামিকে পটুয়াখালীর মহিপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ দল মহিপুর থানাধীন বিপিনপুর এলাকা থেকে মো. ইব্রাহিম (২০) নামে এক যুবককে আটক করে।
গ্রেফতারকৃত ইব্রাহিম কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী এলাকার বাসিন্দা। তিনি মো. ইউনুছ ও শামিনা আক্তারের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৫ তারিখে রামুর টমটম রিকশা চালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। পরিবার রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন (৩ আগস্ট) সকালে স্থানীয়রা জানায়, রশিদনগর ইউনিয়নের উল্টখালী এলাকার একটি নালায় সোহেলের রক্তাক্ত মরদেহ ভেসে আছে।
পরিবার মরদেহ শনাক্ত করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা সিএনজি চালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিমকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।





