জাতীয় সারাদেশ

কচুয়া এপির মাধ্যমে ফলজ গাছের চারা বিতরণ

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে সবুজায়ন কচুয়া গড়ার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কচুয়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত ১৯ জুন হত-দরিদ্র নিবন্ধিত শিশুদের পরিবারের মাঝে ১টি করে আম, কাঁঠাল, লিচু, কতবেল, লেবু, পেয়ারা ও আমলকীর চারা বিতরণ করেন। এদিন সর্বমোট ১৪ হাজার ৮৫ টি চারা বিতরণ করা হয়।

কচুয়া উপজেলার কচুয়া, মঘিয়া, গোপালপুর, রাড়ীপাড়া এবং বাধাল ইউনিয়নের ২ হাজার ২ শত ৮০ টি বৃক্ষ বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব শেখ নাঈমুর রশিদ লিখন, কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডল, মো: ইসতিয়াক আহম্মেদ ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট, লাইভলীহুড টেকনিক্যাল গ্রোগ্রাম, সিনিয়ার প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রী, প্রোগ্রাম অফিসার রোজলীন নূপুর ঘরামী, প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে ও প্রোগ্রাম অফিসার শিল্পী রায় প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,