সারাদেশ

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদ গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. পেয়ার আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা বাংলা বাজার ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
গ্রেফতার পেয়ার আহমেদ চরপাথরঘাটা ইছানগর গ্রামের কালামিয়া সওদাগরের বাড়ির মকবুল আহমেদের ছেলে।
পেয়ার আহমেদ কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং