সারাদেশ

কলেজ ছাত্র ছুড়িকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। 

বেলাল হোসেন  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 কলেজ ছাত্র রুবেল রানাকে ছুড়িকাঘাত করে হত্যার চেষ্টা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সেই সাথে মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয় মানববন্ধন থেকে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে জেলার রানীশংকৈল উপজেলার মহারাজা বাজার এলাকায়  এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে পরিবারের স্বজন ও বক্তারা অভিযোগ করে বলেন, গেল (০৪ ডিসেম্বর) ওই উপজেলা মহিলা মাদ্রাসায় আয়োজিত মাহফিল চলাকালে নারীদের উক্তত্ত্য করে কয়েকজন বখাটে যুবক। এসময় এলাকার কলেজ ছাত্র রুবেল রানা তার প্রতিবাদ করে। এরই জের ধরে সুযোগ বুঝে গেল (০৫ ডিসেম্বর) আরেকটি মাহফিলে তাকে ছুড়িকাঘাত করে বখাটেরা।
পরবর্তিতে ভুক্তভোগি রুবেল থানায় অভিযোগ করলেও প্রকাশ্যে ঘুরে ফিরছে আসামীরা। অবিলম্বে রুবেল রানাকে হত্যা চেস্টাকারিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এ ধরনের ঘটনায় আসামীদের বিচার না হলে অপরাধীরা সে বর্তমানে আহত অবস্থায় রয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
আহত রুবেল ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট এলাকার আইনুল হকের ছেলে।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরশেদুল হক জানান, মামলা হয়েছে। আসামীদের ধরতে চেস্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়েই তাদের আইনের আওতায় আনা হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং