সারাদেশ

কোনাবাড়ী নীল নগর এলাকায় পলিকন লিঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে এই ঘোষণা সংবলিত একটি নোটিশ টানানো হয়।

নোটিশে জানানো হয়, ডলার সংকটের কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে কাঁচামাল আমদানিতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া, ২০২৩ সালের জুন থেকে চলমান তীব্র লোডশেডিংয়ের ফলে উৎপাদন ক্ষমতা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যাংক ঋণ, বকেয়া বেতন, গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষমতার ফলে, ৪০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।

তবে, বাংলাদেশ শ্রম আইনের আওতায় আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কারখানার কাটার সেকশনের কর্মচারী সাইফুল ইসলাম বলেন, “আমি ১৭ বছর ধরে এই কারখানায় কাজ করছি। এখন চার মাসের বেতন বাকি। গতকাল পর্যন্ত কাজ করেছি, কিন্তু আজ এসে দেখি কারখানা বন্ধ। এ অবস্থায় সংসার কীভাবে চলবে, কিছুই বুঝতে পারছি না।”

অন্যদিকে, মেকানিক্যাল সেকশনের জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায় ৩৭ বছর ধরে এখানে কাজ করছেন। তার কথায়, “আমার আঙুল একবার কাজ করতে গিয়ে কেটে যায়। মালিকপক্ষ আমাদের কথা একবারও ভাবলো না। পাওনা টাকা না পেয়ে এমন অবস্থায় পড়তে হবে ভাবিনি। এ বয়সে চাকরি খুঁজবো কোথায়? কারখানার নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সাড়া মেলেনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী রবিবার নভেম্বর মাসের বেতন পরিশোধ করা হবে। এছাড়া, ১৩ জানুয়ারি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বাকি পরিশোধের প্রক্রিয়া নির্ধারণ করা হবে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শিল্প পুলিশ সেখানে অবস্থান করছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং