খাস হাসিল উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি
জামালপুর
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের খাস হাসিল বিদ্যালয়ে পিঠা উৎসব,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(মঙ্গলবার) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়ছার ফারুক।
উৎসবমুখী পরিবেশে পিঠা উৎসব – বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই প্রতিষ্ঠানটি দক্ষিণ জামালপুরে একটি
সেরা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে শিক্ষার্থীদের রেজাল্ট করে আসছে। শীতকালীন পিঠা উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাহাড়ি রংয়ের পিঠার স্টল দিয়ে পিঠা পুলি বিক্রি করেন।
পিঠা উৎসবে শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও বহিরাগত হাজারো মানুষের ভিড় দেখা যায়।।