গাজীপুরে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে ভাঙচুর

গাজীপুরে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল (২০ জানুয়ারি) এক ফ্যাক্টরির কর্মী এবং আরেক ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীর মধ্যে মারামারির ঘটনার জের ধরে এই উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।