সারাদেশ

চবি’র ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ

নয়ন চৌধুরী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ মার্চ থেকে।

বিগত বছরের মতো এবারও থাকছে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ। তবে তবে দ্বিতীয় বার যারা পরীক্ষা দেবেন, তাদের প্রাপ্ত নম্বর থেকে গতবারের মতো ৫ নম্বর না কেটে ৩ নম্বর কাটা হবে।

চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে পরীক্ষার কেন্দ্র।

বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হয়ে ২২ মার্চ শেষ হবে। এ বছর বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য। অনেক সময় দেখা যায়, এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরবি পড়তেই জানে না। এ জন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে; তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা হবে।’

প্রত্যেক ইউনিটের আসনবিন্যাস ও ভর্তি পরীক্ষার তারিখ:

এ ইউনিট
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি।

বি ইউনিট
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ২২১টি। তবে এবার বি-১ উপইউনিটের পাশাপাশি নতুন বি-২ উপইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সি ইউনিট
ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।

ডি ইউনিট
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি। অন্যদিকে ডি-১ উপ-ইউনিটে আসন ৩০টি।

পরীক্ষার সূচি:
আগামী পহেলা মার্চ এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এই ভর্তি পরীক্ষা। আট মার্চ বি ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট এবং সর্বশেষ ২২ মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা। এ ছাড়া বি-১ উপ-ইউনিট, বি-২ উপ-ইউনিট ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং