সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।

জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা-২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮জুন) সকাল ১১ টায় উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন সাইকেল র‍‍্যালী, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আখতারের সভাপতিত্বে মাত্রাই হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, এসোর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসূচী)- আশরাফুল ইসলাম , এসোর উপজেলা সহ -সমন্বয়কারী জিল্লুর রহমান সহ সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শ্রেষ্ঠ প্রবীণ- ৫ জন, শ্রেষ্ঠ যুব নারী-৫জন, শ্রেষ্ঠ যুবক -৫জন, শ্রেষ্ঠ সন্তান -৫ জন সহ সর্বমোট ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,