জয়পুরহাটে বিএনপি’র ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন যারা
																																		জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাদের মধ্যে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর – পাঁচবিবি) আসনে মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান
ও জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে সাবেক সচিব আব্দুল বারী মনোনয়ন পেয়েছেন ।
        
                        

                        
