জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি
জামালপুর
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(বৃহস্পতিবার) দুপুর ৩ ঘটিকায় এই সমাবেশ শুরু হয়। উক্ত সমাবেশর দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কোষাধক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দু্ঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে আগামী নির্বাচনে জনগন যেনো ভোটের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, আসুন আপনারা আগামী দিনে আমরা এক সাথে থাকতে পারি এটাই আমাদের অঙ্গিকার ।
এসময় অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।।