জুলাই হত্যাকাণ্ড বিচারের দাবি ও হৃদয়ের মরদেহ হস্তান্তরের জন্য ৭ দিনের আল্টিমেটাম

গাজীপুরের কোনাবাড়ীতে জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই সভায় অংশ নেন।
সভায় শিক্ষার্থীরা বলেন, জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তারা আরো বলেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক এবং দেশের জন্য হুমকিস্বরূপ। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা পুলিশের গুলিতে নিহত হৃদয় নামের এক শিক্ষার্থীর মরদেহ কোথায় আছে, সে বিষয়েও জানতে চান। তারা বলেন, হৃদয় তাদের সহযোদ্ধা ছিল, অবিলম্বে হৃদয়ের মরদেহ খুঁজে বের করে ৭ দিনের ভেতর তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।
শিক্ষার্থীরা আরো বলেন, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ঘটনায় যেন কোনো প্রকার শৈথিল্য না দেখানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সেই সাথে আগামী সাত দিনের ভিতরে শিক্ষার্থী হৃদয়ের
মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার জন্য আল্টিমেটাম দেন।