নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি):
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তবে চলতি বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে।
কয়েকজন নেতারা বলেন, গত ৫ আগস্টের পর গডফাদার মুক্ত হতে চেয়েছিল সাধারণ মানুষ । কিন্তু আমরা উল্টো নির্যাতনের শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে স্ট্যান্ড দখল, গার্মেন্টের ঝুট নিয়ে মারামারি, ইপিজেডে দখল বাণিজ্য, বিএনপি নেতাকর্মীদের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানো, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করেছে জেলা বিএনপির অনেক নেতা।
এমন কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যে কারণে দলের হাইকমান্ডক এ বিষয়টি নজরে আসে। এসব বিষয় বিবেচনা করে আজ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।