নারীর কর্ম পরিবেশ শিশু কিশোর জীবনমান সেদিকে লক্ষ রাখতে হবে – তাহসিন চৌধুরী

রাজন হোসেন তৌফিকুলঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শিশু, কিশোর-কিশোরীদের শেখার সুযোগ এবং মহিলাদের জন্য জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ্যে আলোয় আলো প্রজেক্ট-২ এর বাস্তবায়নে চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল ।গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর পান শালা কনফারেন্স হলে । ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর আলোয় আলো প্রকল্পের উদ্যোগে। চাইল্ডফান্ড কোরিয়া ও এ্যাডুকো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে চা কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। তাহসিন আহমেদ চৌধুরী বলেন শিশু ও কিশোর কিশোরীদের সুশিক্ষা নিশ্চিত, পুষ্টিকর খাবার, পানি ব্যবস্থা,পরিচ্ছন্ন জীবনযাপন, কর্মক্ষেত্রে নারীদের শোভন কর্ম পরিবেশ সৃষ্টি করা , স্যানিটেশন ব্যবস্থাসহ শিশু, কিশোর কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়ন। এই বিষয় গুলো উপর লক্ষ রাখতে হবে । এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সাংবাদিক এবং আলোয় আলো প্রকল্প মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা ছিলেন।