সারাদেশ

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত,  আহত ১০ 

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আগের রাতে সড়ক দূর্ঘটনা কবলিত দাড়িয়ে থাকা মালবোঝাই একটি বিকল ট্রাকের পিছনে কোচটির সজোরে ধাক্কায় কোচ চালক আব্দুল্লাহ(২২) ঘটনাস্থলেই নিহত হয়, এসময় আহত হয়েছেন অন্ততঃ ১০ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার(৮ জানুয়ারি) রাত ৩টার দিকে পলাশবাড়ী পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কে আখ ক্রয় কেন্দ্র এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি কোচ ওইস্থানে পেীঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়।এতে কোচ চালক আব্দুল্লাহ’র সিটেই চাপা পড়ে মৃত্যু ঘটে। প্রথমত: স্থানীয়রা চালক কে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়।পরবর্তীতে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে গাইবান্ধা ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি যৌথ টীম ক্রেনের সহায়তায় সীট কেটে চালকের মৃতদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ
হেফাজতে নেয়া হয়।নিহত আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাজিরহাট কালাপানী এলাকার নাছির উদ্দিনের ছেলে।দুর্ঘটনায় আহত কোচ যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এবিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো.মোজাফ্ফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত কোচটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।ময়না তদন্ত শেষে কোচ চালকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং