পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
এম জালাল উদ্দীন:
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
এছাড়া আরও বক্তব্য দেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, প্রিন্সিপাল আজহার আলী, ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, পীযুষ মন্ডল, আবুল হাসেম, খোরশেদুজ্জামান, উপজেলা পরিষদ সিএ আব্দুল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভার মাধ্যমে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত ও সুসংহত করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।




