অর্থনীতি সারাদেশ

জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ,

বরগুনার পাথরঘাটায় জেন্ডার রেসপন্সিভ (দায়িত্বশীল) বাজেট প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি এনগেজ প্রকল্পের আওতায় ১৪ ও ১৫ মে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ ও কালমেঘা ইউনিয়ন পরিষদের প্রশাসক, সকল ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, স্বেচ্ছাসেবক, ও এনগেজ প্রকল্পের দলীয় সদস্য সহ ২০ জন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সহায়ক হিসেবে ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার রতন।

বৈষম্য হ্রাস ও সুযোগের সমতা সৃষ্টি, নারী-পুরুষের বৈষম্য দূর করে সমতাভিত্তিক বাজেট তৈরি এবং তা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, জেন্ডার রেসপনসিভ বাজেট এর গুরুত্ব এই কর্মশালার মাধ্যমে তুলে ধরা হয়।

জেন্ডার রেসপনসিভ বাজেট ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয়তা বিবেচনায় নারী-পুরুষ উভয়ের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে স্থানীয় উন্নয়নে সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগে বাজেট বেশি বরাদ্দ, নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা ও বরাদ্দ নির্ধারণ করা, নারী, শিশু, প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন সকলের জন্য উপযোগী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয় সে বিষয় কর্মশালায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,