পুটিজানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ই মার্চ) পুটিজানা ইউনিয়নের আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এডভোকেট আজিজুর রহমান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র উপজেলা বিএনপি নেতা তানভীর আহমেদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামরুজ্জামান মীর আজাদ, সানোয়ার হোসেন চানু, শাজাহান কবির সাজু, প্রভাষক জাহাঙ্গীর কবির, সোলাইমান রিপন। সঞ্চালনায় ছিলেন, মোঃ শামসুর রহমান সুমন। এ-সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা রবিউল আউয়াল, শাহ সাদেক ফকির, যুবনেতা- ফরহাদ হোসেন,বিল্লাল হোসেন, নিজাম উদ্দিন, ইউসুব আলী, জিয়ার উদ্দিন প্রমুখ।