পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল
প্রতিনিধি
জামালপুর
জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
বুধবার রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা দয়াময়ী চত্বরে টায়ার জালিয়ে সড়কের উপর বিক্ষোভ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারাদেশের নেতাকর্মী যখন ঢাকামূখী ঠিক তখন জামালপুর পৌরসভা ছাত্রদলের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বুধবার সন্ধ্যায়। ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা এই কমিটিতে জাযগা না পেলেও গুরুত্বপূর্ণ পদে রয়েছে ফল ব্যবসায়ী এবং যাদের ছাত্রত্ব নেই তারা।
কমিটি বিলুপ্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজীব হোসেন ডোনা, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রমজান চিশতী , ৫নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বি ইসলাম।
এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক মুঠোফোনে জানান, বিগত সময়ে যারা মাঠে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে পাঁচই আগস্টের পরে যারা দলে এসেছে তাদেরকে টাকার বিনিময়ে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।।




