Uncategorized

ফরিদগঞ্জে অজ্ঞাত নাম্বারে ফোনকল দিয়ে মাদ্রাসা শিক্ষককে হুমকি, চাঁদা দাবি: থানায় অভিযোগ

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মাসুদ হোসেনকে অজ্ঞাত নাম্বারে কল দিয়ে হুমকি চাঁদা দাবি করায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ হতে জানা যায়,
চাঁদপুরের ফরিদগঞ্জে বদরপুর গ্রামে অবস্থিত বদরপুর সিনিয়র মাদ্রাসায় কর্মরত মাসুদ হোসেন । সে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছে। গত ৩০/০৬/২০২৫ তারিখ সোমবার রাতে ০৮.৩৯ ঘটিকার সময় অজ্ঞাতনামা কে বা কারা ০১৩৩৬০২৬৮৫৪ নাম্বার হতে তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১৬০৯৩১৪২ এ ফোন করে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। সে তার পরিচয় জানতে চাইলে অজ্ঞাতনামা লোক তাকে হুমকি দিয়া বলে সে যদি তাকে ৫ লক্ষ টাকা চাঁদা না দেয় তাহলে তাকে জীবনে খুন করবে। সে সাথে সাথে মোবাইল ফোন কেটে দেয়। পুনরায় উক্ত নাম্বার হতে রাতে ০৮.৫২ ঘটিকার সময় ফোন করে তাকে হুমকি দিয়া বলে যদি উক্ত বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা করে কিংবা আইনের আশ্রয় নেয় তাহলে তার মেয়ের তারা তার বসতঘর হতে জোরপূর্বক অপহরন করে তুলে নিয়ে যাবে। সে অজ্ঞাতনামা লোকের এরকম হুমকি ধমকিতে ভয়ে ফোন কেটে দেয় এবং সাথে সাথে ১। মোঃ সোহেল রানা ২। মোঃ তারেক রহমান ও ৩। মোঃ মফিজুল ইসলামকে অবগত করে। সমস্ত ঘটনা এলাকার অনেকে জানেন। তাই উক্ত বিষয়ে তিনি আইনের সাহায্য প্রার্থনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মাসুদ হোসেন জানান, কে বা কাহারা অপরিচিত নাম্বারে কল করে আমাকে অকথ্য ভাষায় গালাগাল হুমকি ধমকি দিয়েছে। এমনকি তাকে চাঁদা না দিলে আমার মেয়েকে অপহরণ করবে। আমি আইনের কাছে সঠিক তদন্ত স্বাপেক্ষে অপরাধীর উপযুক্ত শাস্তি কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য ইউনুস জানান, বিষয়টি আমার জানা নাই আপনার মাধ্যমে জানতে পারলাম। থানায় যেহেতু লিখিত অভিযোগ দেয়া হয়েছে উনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আর যিনি এই ধরনের কাজ করেছেন অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши