ফেনীর ফুলগাজী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতে ইসলামি।

ফেনীর ফুলগাজী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতে ইসলামি।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাড়াল বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ।
ফেনী জেলার ফুলগাজী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এই উপলক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।সহায়তা প্রদানকালে তিনি বলেন,দুর্যোগ ও বিপদের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।বাংলাদেশ জামাআতে ইসলাম ভবিষ্যতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২