বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা – নেতৃত্বে নজরুল ইসলাম মোল্লা


বরগুনা প্রতিনিধিঃ। বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে জনাব নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই এই ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমকে নতুন প্রেরণায় এগিয়ে নিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ছিল একটি শক্তিশালী আহ্বায়ক কমিটির। এই ঘোষণার মাধ্যমে বরগুনা জেলা বিএনপি নতুন উদ্যমে পথচলা শুরু করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, এক প্রতিক্রিয়ায় বলেন, “বরগুনা জেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করে তোলার জন্য আমরা একযোগে কাজ করবো। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্রসর হবো।”
সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন জানান, “আমরা বরগুনার প্রতিটি উপজেলায় সংগঠনের ভিত শক্ত করবো। মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” একইভাবে যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই নতুন নেতৃত্ব বরগুনার রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও দৃঢ় করবে এবং দলীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। বরগুনার রাজনৈতিক অঙ্গনে বিএনপির এই পুনর্গঠনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি বরগুনা জেলা বিএনপির জন্য একটি নতুন সূচনা। দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে এই কমিটি নেতৃত্বের দায়িত্ব পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।




