রাজনীতি সারাদেশ

বিভাগীয় যৌথ সমাবেশ সফলের লক্ষ্যে জামালপুরে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা 

ফারিয়াজ ফাহিম
জামালপুর

তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(শুক্রবার ) বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় যৌথ সমাবেশ উপলক্ষে জেলা ছাত্রদলের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জামালপুর জেলার সভপতি মোঃ আতিকুর রহমান (শুমিল) এর সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান শফিক এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি বোরহান উদ্দীন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হাসান মিথুন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আল সাইফসহ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী। 

এ সময় বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করা হয়।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,