বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সাথে শুভেচ্ছা বিনিময়

ফারিয়াজ ফাহিম
জামালপুর
সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর
বুয়েটে দুইজনসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থী কলেজে দেখা করতে আসলে প্রিয় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
আজ(বৃহস্পতিবার ) দুপুরে চান্সপ্রাপ্ত এই শিক্ষার্থীরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করে।
এ সময় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক উচ্ছ্বসিত দেখা যায়।তারা তাদের এই সফলতার জন্য তাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর বুয়েটে সহ বিভিন্ন প্রকৌশলি বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্তরা হলেন -সাদিয়া জান্নাত (বুয়েট EEE,CKRuet) তাওহিদ (Buet, CKRuet) জিয়াম হোসেন(CKRuet) অনির্বান বিশ্বাস (CKRuet) শুভ্র পাল (CKRuet)
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ বলেন এ বছর সরকারি আশেক মাহমুদ কলেজ হতে ২ জন বুয়েটেসহ বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তিনি প্রিয় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ও তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে দেশের সেবায় প্রত্যোককে নিয়োজিত হওয়ার আহ্বান করেন।
শুভেচ্ছা বিনিময় এর সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন তাদের অভিভাবক। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।।