বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে বিশ্বমানের মানুষ হিসেবে গড়ে তোলা – চবি ভারপ্রাপ্ত উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাসনদ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষার্থীদেরকে বিশ্বমানের মানুষ হিসেবে গড়ে তুলতে। ১৯ ডিসেম্বর, চবি কলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) গ্যালারীতে সংস্কৃত বিভাগ আয়োজিত বরণ ও বিদায়-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এসব কথা বলেন।
চবি ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে অবারিত জ্ঞানের তীর্থ স্থান। এখানে শিক্ষার্থীরা বড় মাপের বিজ্ঞানী, সমাজকর্মী, প্রশাসক এমনকি মন্ত্রী বা রাষ্ট্রপতিও হতে পারবে। তবে এটা নির্ভর করবে তারা নিজেকে কতটুকু আত্মনিয়োগ ও আত্মপ্রতিষ্ঠা করতে পারবে তার ওপর। তিনি বলেন, চবির একাডেমিক কার্যক্রমে শৃংখলা সমুন্নত রাখতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে চবি কেন্দ্রীয় লাইব্রেরী প্রতিদিনই রাত ৯ টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, সময়ের প্রতি নিষ্ঠাবান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও শিক্ষকদের সান্নিধ্যে থেকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করবে এটাই সকলের প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তি নির্ভর, দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহবান জানান। ভারপ্রাপ্ত উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ী শিক্ষার্থীরা এ বিভাগ তথা এ বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর। তাদের এ বিদায় মানে শেষ বিদায় নয়। তারা সফল শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান দেশ-জাতির কল্যাণে কাজে লাগিয়ে দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। একইসাথে তিনি তাদেরকে দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান। চবি সংস্কৃত বিভাগের সভাপতি ড. রাজপতি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃত বিভাগের প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার, সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, ড. লিটন মিত্র, অনিন্দিতা দাশ, সহকারী অধ্যাপক জনাব রীতা রানী ধর, জনাব কুশল বরণ চক্রবর্ত্তী, জনাব নীলকান্ত বিশ্বাস, প্রভাষক জনাব পবিত্র কুমার হীরা ও জনাব হিমেল কর্মকার।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উক্ত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিপন বণিক দীপ্ত, সৌরভ ভৌমিক বিশ্বাস ও আদিত্ত ভট্টাচার্য। নবীনদের পক্ষে বক্তব্য রাখেন তমা রায় ও উৎস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সঞ্জয় কুমার।