বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া
ইবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দোয়া পরিচালনা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক অবিসংবাদিত নেত্রী। নব্বইয়ের গণ আন্দোলন থেকে শুরু করে আমরণ পর্যন্ত তিনি গনতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন গনতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনি আমরণ আগ্রাসন বাদী ভারতের বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছিলেন ‘এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না।’ এভাবেই তিনি জনগণের মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। তারপরেও তিনি নির্যাতিত হয়েছেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল। ছাত্রজনতার আন্দোলনের ফলে তিনি মুক্তি পেয়েছিলেন। ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে আদর্শ তিনি রেখে গেছেন এই কাজটি আমরা করে যাবো।




