ভালোবাসার বন্ধন সেচ্ছাসেবী সংঘটনের সাধারণ সভা অনুষ্টিত

লিয়াকত আলী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ভালোবাসার বন্ধন! নামের সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে এই সংঘটনটি। বলছিলাম কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভালোবাসার বন্ধন সংঘটনটির কথা।
একদল তরুণ স্বপ্নবাজদের নিয়ে গড়ে উঠা এই সংঘটনটি স্থাপিত হয় ২০২৪ সালে। সংঘটনটি শুরু লগ্ন থেকে মানবসেবা সহ সামাজিক বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করে আসছে।
আজ ১৩ ই জুলাই রবিবার সকালে ফুলবাড়ী নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্ট এন্ড গার্ডেন প্রাঙ্গণে তাদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার এবং সঞ্চালক ছিলেন সংঘটনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংঘটনের সকল সদস্যবৃন্দ!
সভায় সংঘটনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে খেলাধুলা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।