সারাদেশ

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস (দুদু) (৭২) সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ ঢাকায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। (ইন্না—-রাজিউন)।


মঙ্গলবার সকালে শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্টিয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার উপস্থিতিতে সরকারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর থানার সেকেন্ড অফিসার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুতালেব,সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, সাবেক পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার,মান্দারবাড়ীয়া ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গ প্রমুখ।
মঙ্গলবার সকালে গার্ড অব অনার শেষে তার গ্রামের বাড়ি বাথানগাছি পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং