মানবিক কাজে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান-ফেনীর জেলা প্রশাসক।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বুরো বাংলাদেশের কম্বল বিতরণকালে জেলা প্রশাসক
সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে মানবিক কাজে এগিয়ে আসার আহবান।বুরো বাংলাদেশ ফেনী অঞ্চল এর উদ্যােগে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।১৩ জানুয়ারি সোমবার ফেনী গিরিশ অক্ষয় একাডেমি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।বুরো বাংলাদেশ ফেনী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো.সোলেমান মনসুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও বুরো বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মো.আব্দুস ছালাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,ফেনীতে শীতার্ত মানুষের মাঝে সরকারি ভাবে ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে মানবিক কাজে আরো বেশি এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।বুরো বাংলাদেশ আরো বেশি মানবিক কাজে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।শেষে উপস্থিত অতিথিবৃন্দ পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষকে শীত বস্ত্র কম্বল তুলে দেন।