সারাদেশ

মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের  অভিষেক ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক, গুনীজন সংবর্ধনা ও মিলনমেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেঃ কর্নেল মোহাম্মদ দিদারুল আলম পিএসসি (অবঃ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য ( একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করলে প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হতে সময় লাগে না। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হৃদ্ধতার বন্ধন সুদৃঢ় হয়। সমাজে শান্তি বিরাজিত হয়। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই  উদ্যোগ আদর্শ সমাজ বির্নিমানে সহায়তা শক্তি হিসাবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড,মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, চ বির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্বাস উদ্দিন ও মোহাম্মদ ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিষেক, কৃতি, গুনিজন সংবর্ধনা ও মিলনমেলা উদযাপন পরিষদের আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মির্জা শাহেদ আলী টিপু মোহাম্মদ উল্লাহ বাবলু।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, অধ্যাপক মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ্ বাবুল, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, এ এস এম নোমান আলম,  এস এম আবদুর রব্বান,  অধ্যক্ষ,অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ আহসানুল করিম পীরজাদা বিদ্যূৎ, ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোমলেম উদ্দিন, অধ্যাপক অনুপ কুমার বড়ুয়া, ডাঃ সৈয়দ আবিদ সুলতানা, ড,সবিনা নার্গিস লিপি, উৎপল চৌধুরী ও নাসির উদ্দীন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে ব্যান্ডপার্টি সহকারে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করেন।  শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং