সারাদেশ

যুবদল নেতার বাসায় তল্লাশির নামে  ভাঙচুর ও হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লাঃ- কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিনের বাসায় তল্লাশির সময় ভাঙচুর ও হয়রানি  করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিউদ্দিনের স্ত্রী আফরোজা হাসান। একই সাথে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী।
আজ (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন বুধবার দিবাগত মধ্যরাতে যৌথ বাহিনীর সদস্যরা মহিউদ্দিনের বাসায় অভিযান চালায়। এ সময় মহিউদ্দিনকে ঘরে না পেয়ে বাসার সমস্ত আসবাবপত্র তছনছ করে ফেলা হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযানের নামে হয়রানি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আফরোজা হাসান দাবি করেন- বিগত সরকারের আমল থেকেই তার স্বামীকে নানাভাবে হয়রানি ও মামলা-মোকদ্দমা দিয়ে আসছে। কিন্তু সবকিছুর পরেও তিনি জনকল্যাণমূলক কাজ করে আসছেন। ৫ আগস্ট এর প্রেক্ষাপট পরিবর্তনের পরেও অভিযানের নামে এরকম হয়রানির প্রতিবাদ জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং