সারাদেশ

যুবরাই গড়বে টেকসইকৃষির সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
চারদিকে যখন হাহাকার,ক্ষয় আর বিনাশ তখন বার বার ঘুরে দাঁড়ায় তরুণ প্রজন্ম। জাগিয়ে রাখে কৃষি,পরিবেশ পরিবার, সমাজ ও রাষ্ট্র। বাঁচিয়ে রাখে পরিবেশ,কৃষি, মানবিকতা, বৈচিত্র্যতা, সভ্যতা। যুবরাই তৈরী করেছে দেয়াল চিত্র,জানিয়ে দিয়েছে নিয়ম মানার নীতি, যানজটমুক্ত বাংলাদেশ,শিখিয়ে দিয়েছে তোমরা এভাবে চলো। তোমাদের কাজে ভুল আছে, তোমরা বৈষম্যের বাংলাদেশ গড়ে তুলেছিলে। আমারা সেই দেয়াল ভেঙ্গে দিয়েছি। যুবদের স্বপ্নগুলো মিলিত হতে চায়। তৈরী করতে চায় টেকসই, ন্যায্যতা, মানবিকতা, সবুজ বাংলাদেশ।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোনায় সবুজ সংহতি, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের আয়োজনে ও বারসিকের সহযোগিতায় যুবদের জ্ঞানশক্তি ও স্থানীয় অভিযোজন কৌশল দিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চায় তৈরী হবে খাদ্যসার্বভৌমত্ব ও আগামির বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি,আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমেই যুবউন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সাকুয়,নেত্রকোনায় র‌্যালিতে অংশগ্রহণ করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস,পুলিশ সুপার সায়েম মাহমুদ,ডা. মো. গোলাম মাওলা, যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, সাংবাদিকসহ সররকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
দিবসের অংশহিসেবে কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ সাংবাদিক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক পরিবেশ কর্মী আরফিন রাসেল ও প্রবীণ কৃষক নাসির উদ্দিন।আলোচনায় প্রধান শিক্ষক আব্দুর রশিদ “ পারিবারিক কৃষি, রাসায়নিক কৃষিকে না বলা, পারিবারিক কৃষি চর্চা, প্রান্তিক কৃষকদের অধিকার সুরক্ষা, কৃষকের স্থানীয় বীজসম্পদ সংরক্ষণ, কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, জৈবকৃষি চর্চা, ভূ গর্ভের পানির ব্যবহার কমিয়ে আনা, ফসলবৈচিত্র্য বৃদ্ধি করা, জৈবকৃষি চর্চাকে সম্প্রসারণ, বৈচিত্র্য ও আন্তনির্ভরশীলতা, বৃষ্টির পানি সংরক্ষণ, মাটিকে ভালো রাখা, বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন“ আগামির টেকসই কৃষি ও কৃষিপ্রবেশকে যুবরাই বাঁচাতে হবে ।যুবদের হাতেই এ¦ই বাংলাদেশে নিরাপদ টেকসই কৃষির প্রচলন তৈরী হবে। পরিবেশ-প্রতিবেশ-জলবায়ু-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনায় প্রবীণ কৃষক নাসির উদ্দিন বলেন,“ আজ যারা যুব আগামিদিনে অনেকেই কৃষক হবেন। আমরা সবাই নিজের বাড়িতে,বাড়ির বিরছাতে রাসায়নিক সার ছাড়াই ফসল ফলাই, আমাদের পরিবারে যে কৃষি কাজ করি এগুলো নিরাপদ, তবে আমরা ফসলের মূল্য পাইনা,বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশী।”
যুবদের শক্তি ও লোকায়ত জ্ঞান ব্যবহার করে দুর্যোগ সামাল দিয়ে খাদ্যের সার্বভৌমত্ব তৈরী হবে। সবশেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও প্রকৃতিবন্ধনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,