যে কারণে কালো ‘আর্মব্যান্ড’ পরে মেলবোর্ন টেস্টে নেমেছে ভারত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে দুই দলের জন্যই এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে পার্থে হেরেছে অজিরা। সিরিজে পিছিয়ে পড়ে আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে। অ্যাডিলেডে দিবারাত্রির এই টেস্টে অজিরা মাঠে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। চোটের কারণে খেলতে পারছেন না জশ হ্যাজলউড, তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। এদিকে অজি ক্রিকেটারদের আজ দেখা গেছে হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে।
দশ বছর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট তো বোটেই, বিশ্ব ক্রিকেটেই এসেছিল শোকাবহ একদিন। শেফিল্ড শিল্ডের ম্যাচে ঘাড়ে বল লেগে আহত হয়েছিলেন অজি ক্রিকেটার ফিলিপ হিউজ, এরপর ২৭ নভেম্বর পরলোক গমণ করেন তিনি। হিউজের স্মরণেই আজ হাতে কালো আর্মব্যান্ড পরে খেলছেন অজি ক্রিকেটাররা।
অজিদের সাবেক ক্রিকেটার ইয়ান রেডপাথকেও শ্রদ্ধা জানাচ্ছেন অজি ক্রিকেটার। গত ১ ডিসেম্বর ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন রেডপাথ।
হিউজের স্মরণে খেলা শুরুর আগে সাবেক এই ওপেনারকে নিয়ে একটি ডকুমেন্টারিও দেখানো হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট খেলে হিউজ ১৫৩৫ রান করেছিলেন, নামের পাশে আছে ৩টি শতক, এছাড়া জাতীয় দলের হয়ে তিনি ২৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন।
এদিকে অ্যাডিলেডে অ্যাডিলেডে দিবারাত্রির এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আগে বল করতে নেমে দিনের প্রথম বল থেকেই আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক, ম্যাচের প্রথম বলেই উইকেট নেয়া অজি এই পেসার ইনিংসে নিয়েছেন ৬ উইকেট, তার তোপে ভারত অল আউট হয়েছে ১৮০ রানেই।