রায়পুরে ধর্ষণকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মানববন্ধন

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে এক মুসলিম তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ওসমান চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বিপ্লবী তারুণ্য রায়পুর।
মানববন্ধনে বক্তব্য রাখেন,দেলোয়ার হোসেন সম্রাট (ছাত্র জনতা),কামরুল নাহার (শিক্ষক প্রতিনিধি),নিবির (ছাত্র জনতা),মনির সাকিব (রায়পুর জুলাই মঞ্চের মুখ্য সংগঠক)
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন, এ ঘটনায় কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।