রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের প্রাধান্য থাকা উচিত:ভিপি নুর

মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের ভাদুঘর পালকি কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বির্নিমাণে জনআকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নূর এসব মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেছেন, অনতিবিলম্বে ডাকসু-চাকসুসহ সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি এবং পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দিকে যেন যান। এ দুই নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হতে হবে। ইতিহাসের সেরা নির্বাচন হবে- যদি এ সরকার স্থানীয় নির্বাচন করতে পারে। এখন পর্যন্ত আমরা কোনও রাজনৈতিক জোট করিনি। আগামী নির্বাচনে গণধিকার পরিষদ এককভাবে ট্রাক প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে।’
ব্রাহ্মণবাড়িয়া গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে নুরুল হক বলেন, আপনারা যদি ভেবে থাকেন, কোনও বিশেষ দল ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে খাতির করে তাদের নিয়ে কাজ করি। ভুল করবেন। কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না। নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সরকারকে বলছি, আপনাদেরকে ভারতের সঙ্গে শক্তভাবে দেন-দরবার করতে হবে। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে- যে ফ্যাসিবাদের পরিণতি এই।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদের নাকি সাড়ে তিন মাস দেশে ছিলেন। অথচ আমরা টেরই পেলাম না। অনেক ক্ষেত্রে বিপ্লবের পরে সবকিছু আইন সংবিধান নিয়মনীতি দিয়ে হয় না। যারা গুম, খুন, হামলা-মামলায় জড়িত ছিল, সবগুলোকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশফায়ার করা দরকার ছিল।
নুরুল হক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও চিপায় চাপায় মিছিল করে। আওয়াজ দেয়। কত বড় দুঃসাহস। এখনও তারা আওয়াজ দিচ্ছে। আমাদের দুর্ভাগ্য আন্দোলনের আমরা যারা অংশীদার নেতা- অনেকেই আমরা দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি। জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদের সাথে প্রতারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে। যা সরকার গঠনের পরেও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম না হওয়ায় জনগণ বড় ধরনের ধাক্কা খেয়েছে।
কেন্দ্রীয় মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল হাসান তপুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাদিম হাসান, কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্নআহবায়ক এড. মনিরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান , ছাত্র অধিকার পরিষদের কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক রুপনি আহমেদ রাজ, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম আহমেদ, সাধারন সম্পাদক জান্নাতুল শাফী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, সাধারন সম্পাদক সালমান ইসলাম আরিয়ান, সদর উপজেলা যব অধিকার পরিষদের আহবায়ক ও সদস্য সচিব মাও মাসউদুর রহমানসহ জেলা, বিভিন্ন উপজেলা ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।