সারাদেশ

লোহাগাড়ায় ভূমিদস্যু, পাহাড় খেকো, কিশোরগ্যাং ও দখলবাজের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

বেলাল উদ্দিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আধুনগর রশিদার ঘোনা এলাকায় ভূমিদস্যু, পাহাড় খেকো, কিশোরগ্যাং ও দখলবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
১১ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা শহরের বেসরকারি একটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জহির আহমদ।
লিখিত বক্তব্যে জহির আহমদ বলেন- আমাদের বাপ দাদার নামে রেকর্ডীয় মৌরসী সম্পত্তিতে একদল কিশোরগ্যাং সন্ত্রাসী গোষ্ঠী পুলিশ কনস্টেবল মাঈনুদ্দীন হাসান রিফাত, আরাফাত ও ফরহাদের নেতৃত্বে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করে, তিনি বলেন বিগত ৯/১২/২০২৪ তারিখ সকালে আমাদের পৈত্রিক এবং রেকর্ডীয় সম্পত্তিতে আমাদেরকে বেদখল করে বাড়ি নির্মাণ চেষ্টা করে, আমরা প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্রসহ আমাদেরকে মারধরের চেষ্টা করে এবং এখনো বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বরং উল্টো তাদের নির্যাতন আরও বেড়েই চলছে।
তিনি আরও বলেন তাদের নির্যাতন আর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী, তিনিসহ এলাকাবাসী এই চক্রের বিরুদ্ধে আইনগত বেবস্থা নিতে জোর দাবী জানান।
এ সময় লোহাগাড়া উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং