শ্যামনগরে ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রণী খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
মেলায় ১৬টি স্টল বসে বিজ্ঞান বিষয়ক উপকরণ নিয়ে।
মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ছবি-শ্যামনগরে বিজ্ঞান মেলার উদ্বোধন করছেন ইউএনও রণী খাতুন।