সারাদেশ

সাতক্ষীরায় গেল মাসে দুই কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান আটক

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ২কোটি ৮৬ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা বিজিবি চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবিজানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত জানুয়ারি-২০২৫ মাসে পৃথক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযানকালে ৩১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ, ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনা, ৪৫ লক্ষ টাকা ম্লূ্েযর ভারতীয় শাড়ী, ১ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যান্য মালামাল, ২৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।
এছাড়া একই সময় মাদক বোরধী বিশেষ অভিযানে ২৪৩৭০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০৬০ বোতল ফেন্সিডিল, ৬১৩ বোতল বিভিন্ন প্রকার মদ এবং ২ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে চোরাচালান বিরোধী এসব অভিযানে কোন চোরাচালানীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন পূর্বক সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং