সারাদেশ

সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি ভোদু আটক

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদু’কে কুড়ি বোতল ফেনন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে সদরের শ্রীরামপুর দক্ষিণ পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনন্সিডিলসহ তাকে আটক করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান জানান, জেলাপুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায এএসআই বিএম তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে শ্রীরামপুর দক্ষিণ পাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদুকে ২০ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তি একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার নামে ১৪টির ও বেশি মামলা রয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামিকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং