সারাদেশ

সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৫৪ তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচীর সুচনা পর বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএন‌পি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুুস্পস্তবক অর্পনের মাধ্যেমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।
এছাড়াও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন ছাড়াও সকল মসজিদ, মন্দির ও গীর্জা ও অন্যান্য উপাসলয়ে দেশবাসীর শান্তি সমৃদ্ধি ও অগ্রগাতির কামনায় বিশেষ মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বি‌ভিন্ন‌ স্কু‌ল/ক‌লে‌জে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, প্রামান্য চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং