সারাদেশ

হাতিয়ায় অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
হাতিয়ায় দুটি ইটভাটা সাময়িক বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগে দুটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স মনোয়ারা ব্রিক্সের মালিক নিজাম উদ্দিন চৌধুরীকে এক লাখা টাকা ও মেসার্স এ.এ ব্রিক্স ফিল্ডের মালিক মো.আরিফ ও সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, এই দুটি ব্রিকফিল্ডে আজ অভিযান করা হয়। এদের বৈধ কোন কাগজ পত্র নেই। তারা কৃষি জমি ব্যবহার করে ইট তৈরি করে। পরিবেশ আইনে তাদেরকে জরিমানা ও অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং