সারাদেশ

অপরিকল্পিত ট্রেনেজ ব্যবস্তা,নাজুক রাস্তাঘাট টানা বৃষ্টিতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। শহর থেকে গ্রাম সবখানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট কর্দমাক্ত, আর মানুষ বন্দি হয়ে পড়েছে ঘরের ভিতরে।
গত ১৭ জুন থেকে আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যা পর্যান্ত থেমে বৃষ্টি শুরু হয়েছে প্রবল বর্ষণ।
সকাল থেকে আকাশ এমনভাবে কালো হয়ে আছে যেন চারপাশে অন্ধকার নেমে এসেছে। দিনের আলো হারিয়ে গেছে মেঘ আর বৃষ্টির দাপটে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, গত ১৭ জুন থেকে ২৮ জুন সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
এদিকে প্রবর বৃষ্টিতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। শহরের অনেক রাস্তাই এখন হাঁটার অনুপযোগী হয়ে উঠেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কাদা আর ভাঙা রাস্তা।
সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা আল আমিন বলেন,সাতক্ষীরার প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটা যায় না। চারদিকে শুধু পানি আর পানি।
এদিকে শহরের বাজার এলাকাগুলোতেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রেতারা দোকানে আসতে পারছেন না, ফলে বেচাকেনা প্রায় বন্ধ।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নাজুক অবকাঠামোর কারণে প্রতি বর্ষা মৌসুমেই সাতক্ষীরায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে চলেছে। সচেতন নাগরিক সমাজ বলছেন, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন না হলে এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,