শিক্ষাঙ্গন

আগামীকাল ডিন’স অ্যাওয়ার্ড দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি :

আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৪ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অনুষদ প্রতি প্রথম তিনজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন ডিন’স অ্যাওয়ার্ড কমিটি। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.মো. মনজুরুল হক।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, আগামীকাল অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। এবারে বিভিন্ন বিভাগ ও অনুষদের ৩৫ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।পাশাপাশি তাঁদেরকে সার্টিফিকেট, মেডেল ও আর্থিক সম্মননা দেওয়া হবে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর