রাজনীতি

আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই: টুকু

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। বিগত ১৬ বছর অনেক নির্যাতন, খুন ও গুম করেছে। তারাই আজ দেশ থেকে পালিয়েছে। এটাই আল্লাহুর বিচার। তাই যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ২৫ বছর কাজিপুরে আসিনি। এর অর্থ এই নয়, কাজিপুরে আসতে চাইলেও আসতে পারতাম। আমাদের জন্য কাজিপুর ছিল একটি নিষিদ্ধ ভূমি। আমাদের কাজিপুরে আসতে দেওয়া হতো না। দীর্ঘকাল পরে কাজিপুরে এই জনসভা করতে এসেছি। কাজিপুরে যত মাথা ছিল, তাদের হত্যা করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং রবিউল হাসানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ