সুরের শহরে সম্মাননা: কুয়াকাটায় ফেরদৌস আরা ও নূরউদ্দিন আহমেদকে আজীবন স্মারক

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- সাগরকন্যা কুয়াকাটার ঢেউয়ের সুরে যেন মিলেমিশে যায় বাংলা গানের এক শ্রদ্ধেয় কণ্ঠ—একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস আরা। প্রথমবার কুয়াকাটায় আগমন উপলক্ষে তাঁকে সম্মাননা ও আজীবন স্মারকে ভূষিত করে কুয়াকাটা গেস্ট হাউস। একইসঙ্গে সম্মাননা জানানো হয় এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদকেও।
(১৯ জুলাই) শনিবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা গেস্ট হাউস অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈদ হাসান, বাচসাস-এর সহ-সভাপতি লায়ন সালাম মাহমুদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক হাফিজ রহমান, সংগঠনের প্রতিনিধি মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।
বক্তব্যে অতিথিবৃন্দ কুয়াকাটার পর্যটন সম্ভাবনার দিকটি তুলে ধরেন। বরেণ্য শিল্পী ফেরদৌস আরাকে ‘কুয়াকাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ঘোষণার প্রস্তাব দেন তারা। একইসঙ্গে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের দাবি জানান।