আমার মনোবল অনেক বড় আমি কোনো দেশ থেকে রোহিঙ্গা হয়ে আসিনি….লায়ন হারুনুর রশীদ
মোঃ সোহেল রানাঃ
সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ বলেছেন, আমার মনোবল অনেক বড় আমি কোনো দেশ থেকে রোহিঙ্গা হয়ে আসিনি। আমি ফরিদগঞ্জের সন্তান ফরিদগঞ্জে আমার মৃত্যু হোক সেটাই আমি চাই। আমি পিছপা হওয়ার মতো পাবলিক না আল্লাহর রহমতে।
আজ বুধবার (৫ই নভেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাওয়ার পর ফরিদগঞ্জে এসে শতশত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ফরিদগঞ্জবাসী তাকে বিশাল শোডাউন করে সাদরে বরণ করে নেন। এবং ধানের শীষের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
তিনি আরো বলেন, আমি ফরিদগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তর করতে চাই। অতীতেও আমি গত বিশ বাইশ বছর আমি জনগণের সাথে আছি। আমার নামে কোনো ক্লেইম নাই আমি ১০ টাকা কোথাও চাঁদাবাজি করেছি কেউ বলতে পারবে না। আমি শহীদ জিয়ার রাজনীতি করি। খালেদা জিয়া তারেক জিয়া সৎ মানুষ। ফরিদগঞ্জে কে কি করে আপনারা সবাই জানেন বুঝেন।
এসময় যুবদল ছাত্রদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো। এবং মোটরসাইকেল শোভাযাত্রা করে ফরিদগঞ্জে তাকে অভিবাদন জানানো হয়।




