শিক্ষাঙ্গন

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান , ইবি প্রতিনিধি:

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসে পড়াশোনার মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

শনিবার (২৮ জৃন) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

 

এসময় খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বরাবরই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। সবুজ ক্যাম্পাস পরিবেশ রক্ষা ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কাজ আমরা পরবর্তীতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”

 

এসময় প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর