শিক্ষাঙ্গন

ইবিতে গবেষণা সংসদের নেতৃত্ব ওয়াসিফ, রাফা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও গবেষণামূলক সংগঠন ইবি গবেষণা সংসদের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন যথাক্রমে অর্থনীতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইবি গবেষণা সংসদ আয়োজিত দিনব্যাপী গবেষণা সেমিনার ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠানের শেষে এ কমিটি ঘোষণা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি সানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন ভুঁইয়া।

 

নতুন কমিটিতে আরও স্থান পেয়েছেন সহ-সভাপতি ফারহানা সাদিকা সুপ্তি, সাকিব আসলাম ও মো. খায়রুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার খুশবু, আতিকুর রহমান ও নুসরাত জাহান মিতু। এছাড়াও আছেন সাংগঠনিক সম্পাদক সোহোরাব উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হাসিব মিয়া, কোষাধ্যক্ষ ফাহিম ফয়সাল, সহ-কোষাধ্যক্ষ সাদিয়া সাবরিনা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপ-দপ্তর সম্পাদক কাজী ফাতাহা আসমিয়া অর্দি, মানব সম্পদ সম্পাদক আফিয়া আলম, সহ-মানব সম্পদ সম্পাদক মো. মাসরুর রহমান, রিসার্চ এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মো. মাহাফুজুর রহমান, উপ-রিসার্চ এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মোছা. মরিয়ম আক্তার চৈতি, আন্তর্জাতিক বিষয়াবলি সম্পাদক আব্দুল হালিম, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক এস.এম. শাহরীয়ার স্বাধীন, সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সামি মোহাম্মদ সামদানি, জনসংযোগ ও নেটওয়ার্কিং সম্পাদক মারুফ হাসান, সহ-জনসংযোগ ও নেটওয়ার্কিং সম্পাদক মারুফ ইসলাম আতিক, ইভেন্ট ব্যাবস্থাপনা সম্পাদক আকলিমা আক্তার ঝুমুর, ইভেন্ট উপস্থাপনা সম্পাদক মহিমা খান, প্রজেক্ট ব্যাবস্থাপনা সম্পাদক শারমিন আক্তার স্বর্ণা, সহ-প্রজেক্ট ব্যাবস্থাপনা সম্পাদক মো. তওহীদুল ইসলাম, উচ্চ শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উদ্দিস সাজিদ, আইটি সম্পাদক জারিন আক্তার মীম, সহ-আইটি সম্পাদক সুমাইয়া তাসিনম শিমু, কর্পোরেট বিষয়াবলি সম্পাদক জারিন তাসনিম ও তথ্য সম্পাদক কানিজ ফাতেমা কানন।

 

এসময় নতুন কমিটির সভাপতি ত্বকী ওয়াসিফ বলেন, এই সংগঠন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানো, নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং একসাথে গবেষণার পরিবেশ গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমি বিশ্বাস করি, আমাদের একযোগে কাজ করলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে গবেষণার অগ্রদূত হিসেবে গড়ে তুলতে পারবো।

 

তিনি আরোও বলেন, আমাদের লক্ষ্য হবে সকল সদস্যদের মধ্যে গবেষণার মান উন্নয়ন, সৃজনশীলতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তা বিকাশে উৎসাহ প্রদান। আমি সকল সদস্য, শিক্ষক, এবং সহযোগীদের প্রতি আহ্বান জানাচ্ছি- আসুন আমরা সকলে মিলে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাই। অতীতের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতা এবং পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দৃঢ় প্রত্যাশা করছি, নতুন কমিটির সকলে একসাথে মিলেমিশে গবেষণা সংসদকে আরো সক্রিয় ও কার্যকর করবো ইনশাআল্লাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর