শিক্ষাঙ্গন

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক প্রকাশের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের লেখা আহ্বান

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্মারক প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

 

বুধবার (৯ জুলাই) ‘জুলাই স্মৃতিকথা’ স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, “জুলাই বিপ্লব ২০২৪ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর উদ্যোগে একটি স্মৃতিস্মারক প্রকাশিত হবে ইনশা আল্লাহ। উক্ত স্মারকে তোমাদের লেখা স্মৃতিস্মারককে সমৃদ্ধ করবে। আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তোমার লিখা জমা দিতে সবিশেষ অনুরোধ করছি।”

 

লেখা জমা দেয়ার ঠিকানা-

Whatsapp: 01718-374113, 01759-985550

Email: drkamrulhasan014@gmail.com

 

এবিষয়ে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শহীদদের স্মরণে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মৃতিকথা’ উপকমিটির দায়িত্বে আছি। সকল শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে লেখা দেয়ার আহ্বান জানানো হয়েছে। যারা লেখা দিবে তাদের ছবিসহ প্রকাশিত হবে। জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতি সংরক্ষণে এ স্মৃতিকথা অবিস্মরণীয় হয়ে থাকবে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর